মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫
   
টাকার জন্য মাকে হত্যা করা ঘাতক শিপন আটক
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৫ পিএম আপডেট: ০৪.০৯.২০২৪ ৩:৩৭ PM
বরিশালের ভোলায় টাকার জন্য নুর জাহান বেগম নামে এক মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক ছেলে ভুট্টো ওরফে শিপনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভোলা সদর হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। নিহত নুর জাহান বেগম ভোলা পৌর কাঁঠালি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর জাহান বেগম প্রায় ৩০ বছর ধরে পৌর কাঁঠালি এলাকার হাওলাদার বাড়িতে পৌর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সে সুবাধে তিনি হেলাল কাউন্সিলরের পুরাতন বসতঘরে ছেলেকে নিয়ে থাকতেন। 

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভুট্টো তার মায়ের কাছে টাকা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রথমে কাঠ দিয়ে মাকে পিটিয়ে আহত ও ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় সে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, এ ঘটনায় নিহত নূরজাহানের বোনের ছেলে একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝