বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে মামলা
চাঙ্গা হচ্ছে বিএনপির ইমেজ
উমর ফারুক
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৩ AM
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজধানীসহ সারাদেশে সংঘাত-সহিংসতা দখল চাদাবাজির ঘটনা ঘটে। এতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের কিছু নেতা জড়িয়ে পড়েন। এ ধরনের ঘটনাগুলোকে দ্রুত আমলে নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতে চলার নীতগত সিদ্ধান্ত নেওয়া হয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে। এরপর দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার কিংবা পদ স্থগিত করা হয়েছে। অনেককে করা হয়েছে শোকজও। বেপরোয়া দলীয় ও বিপদগামী নেতাদের লাগাম টেনে ধরতে ‘বিশেষ সেল’ গঠন করেছে বিএনপি। বিশেষ সেলের তদন্ত রির্পোট পেলেই দলের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে মামলা ও জিডি করা হচ্ছে। এতে দলের ইমেজ চাঙ্গা হচ্ছে বলে  বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী স্বদেশ প্রতিদিনকে বলেন, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তার নির্দেশনায় দলের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। যারা এসব অপকর্মের সাথে জড়িত তারা দলের কেউ না। দলের ইমেজ নষ্টকারির বিরুদ্ধে কোনো ছাড় নেই। অপকর্মকারিদের বিরুদ্ধে মামলা হচ্ছে,আরো মামলা হবে। 

সূত্রমতে, কোনো বেপরোয়া বিপদগামী নেতার জন্য ইমেজ ক্ষুণ্ন হতে পারে না। আর যারা এসব অপকর্মের সাথে জড়িত তারা দলের কর্মী হতে পারে না। কিন্তু দলের পরিচয়ে এসব অপকর্ম চালাবে তা মেনে নেবে না দলের হাইকমান্ড। একারনে গঠণ করা হয়েছে ‘বিশেষ সেল’। দলের ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে গঠিত টিম কাজ করছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ পেলেই ‘বিএনপির বিশেষ সেল’ ওই ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে। সেইসব  তথ্য উপাত্তে সুনিদিষ্ট প্রমাণ পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথমে দলীয় পদ থেকে বহিস্কার পরে দলের পক্ষ থেমে থানায় মামলা করা হয়। এরই ধারাবাহিকতায় অপকর্মে জড়িত থাকার দায়ে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে প্রথমে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর গত সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের পক্ষে যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় বাচ্চুসহ অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, চট্টগ্রামের পটিয়া- পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তার সহযোগীকে আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। গত বুধবার রাতে মামলা হয়। মামলার আসামিরা হলেন- পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন (৩৫) ও তার সহযোগী বিএনপি কর্মী মনির (৩০)। তাদের দুজনের বাড়ি পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায়। ময়মনসিংহে যুবদলের নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার পান্থপথ সিগনালের পাশে চাঁদপুর স্টোর নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫/২০ জনকে নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ ৬০ হাজার টাকা লুট করে। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করে তারা। ঘটনার সত্যতা পাওয়ায় মামলা করা হয়।

এদিকে, অপকর্মে জড়িতদের কাছ থেকে বন্যার্তদের সহায়তায় ত্রাণসামগ্রীও নেয়নি  বিএনপি। সম্প্রতি বন্যার্তদের জন্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জমা দেওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের ‘বহিষ্কৃত’ সদস্য ও সাবেক এমপি সৈয়দ একে একরামুজ্জামানের ১০ লাখ টাকা ফেরত দেওয়া হয়। অনুরূপ পদক্ষেপ নেওয়া হয় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ‘বহিষ্কৃত’ যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর ক্ষেত্রেও। দলের ত্রাণ তহবিলে জমা দেওয়া তার ১০ লাখ টাকাও ফেরত দেয় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি।

এবিষয়ে জানতে চাইলে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর একটি গোষ্টি বিএনপির সম্মান বা ইমেজ নস্ট করার জন্য জোড়ালোভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু দলের ভারপ্রাপ্ত তারেক রহমান এ বিষয়ে সর্বদা সজাগ এবং সচেতন। লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এমন কী অপকর্মকারিদের আইনের হাতে তুলে  দেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা মেনেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি বলেন, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব এসব ঘটনা নেপথ্যে কারা তা খতিয়ে দেখতে ‘বিশেষ সেল’ গঠণ করে বিএনপি। সেলের সদস্যরা নিরলসভাবে কাজ করছে। খোজখবর রাখছেন সারাদেশের ঘটনাগুলোর। তবে,  ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের মধ্যে পদধারী নেতা খুবই কম। বেশিরভাগই হাইব্রিড এবং দলে অনুপ্রবেশকারী। যারা এতদিন দলের দুর্দিনে পাশে ছিল না, পরিবর্তিত পরিস্থিতিতে তারাই রাতারাতি দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তবে, সঠিক সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ষড়যন্ত্রকারীরা হোঁচট খাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আইনী পদক্ষেপ বহিস্কার শোকজ করায় এর প্রভাব পড়েছে রাজধানীসহ সারাদেশের নেতাকর্মীদের মধ্যে। এতে দলের ভাবমূর্তি  দিন-দিন আরো চাঙ্গা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সিদ্ধান্ত অনুযায়ী অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাসহ সারাদেশে কেন্দ্রীয় যুবদল ৫৬ জনকে বহিস্কার ও শোকজ করা হয়েছে। ময়মনসিংহ ও পুটিয়ায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এমন কী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ তিন নেতার নাম ব্যবহার করে কাওসার শিকদার মনির নামে একজন মতিঝিল এলাকায় এনসিসি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগে গত সোমবার সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমানকে প্রথমে বহিস্কার ও পরে  পল্টন মডেল থানায় মনিরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নং নং ১৫২।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল নেতারা। এতে দলের ভাবমূর্তি আরো চাঙ্গা হচ্ছে। আমরাও মাঠের নেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান স্বদেশ প্রতিদিনকে বলেন, বিএনপির সযোগী সংগঠণ হিসেবে স্বেচ্ছাসেবকদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠণনের শৃংখলা বিরোধী কাজে যারা জড়িয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক সিদ্ধান্তের কারণে সারাদেশের মানুষের মধ্যে পজেটিভ আলোচনা হচ্ছে। এর প্রভাব পড়েছে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যেও। কোনো বেপরোয়া বিপদগামী নেতার দায় সংগঠণ নেবে না। আর অভিযুক্ত কোনো ব্যাক্তির ঠিকানা সংগঠণে হবে না। 

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্রদল সব সময় লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বিরুদ্ধে আপোষহীন। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অপকর্মকারিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। চাঁদাবাজির অভিযোগ পাওয়ায়  ছাত্রদলের  রাজধানীর কলাবাগান থানার আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকতের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করা হয়েছে।

 ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বাদি হয়ে সংগঠনের নিজস্ব প্যাডে এই অভিযোগ দায়ের করেন। এছাড়াও প্রায় ৮০ জনের মত বিভিন্ন পদে থাকা নেতাদেও বহিস্কার ও শোকজ করা হয়েছে। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত সময়পযোগী। এই সিদ্ধান্তের কারনে প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়ছে। তৃণমূলেও -এর প্রভাব পড়েছে। দলের নেতাকর্মীদের মধ্যেও বেশ সাড়া জাগিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝