শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
২৫ জেলে নিখোঁজ, উদ্ধার ৩০
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৩ পিএম
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার কবলে পড়ে ১৫ টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৩০ জেলে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন জেলে ও ট্রলার মালিক সংশ্লিষ্টরা। ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।

নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইলিয়াস রয়েছে।

এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুল হকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে।

তিনি আরো জানান, শনিবার সকাল এগারোটা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করতে পারলেও ২৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তবে ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলেছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে। এখনো তারা উদ্ধার কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝