ইবাদত
হোসাইন আহম্মেদ
|
![]() ইবাদত মুয়াজ্জিন সাহেব ডাকছে যে, সুকণ্ঠে দিচ্ছে আযান নিদ্রা থেকে উঠে যান। একপা দু'পা তিনপা করে চলে আসুন কল্পারে অজু করে সালাত পড়ুন সৃষ্টিকর্তার হুকুম মানুন। ও মমিন ভাই, নিদ্রা ছেড়ে জাগেন হে... মুয়াজ্জিন সাহেব ডাকছে যে, ডাকছে মোরগ প্রভাতে সময় আসন্ন ফজরের চলেন যাই মসজিদে, মুসলিম মোরা ভাই ভাই সাক্ষাৎকারে সালাম চাই দিলে নিলে সোয়াব পাই। ও মমিন ভাই, নিদ্রা ছেড়ে জাগেন হে... মুয়াজ্জিন সাহেব ডাকছে যে, আসেন যাবো মসজিদ এ সালাত পড়ব জামাতে করলে মোরা প্রার্থনা সন্তুষ্ট হবে রাব্বানা। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |