যেভাবে দেখবেন বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ম্যাচ
স্বদেশ ডেস্ক
|
![]() যেভাবে দেখবেন বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ম্যাচ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ দেখার জন্য বাংলাদেশকে ভরসা করতে হবে আইসিসির ওটিটি প্ল্যাটফর্মের প্রতি। দেশীয় কোনো চ্যানেল খেলা না দেখানোতে আইসিসির ICC.tv নামক এই ওয়েবসাইটে ঢুকে খেলা দেখতে হবে ক্রীড়াভক্তদের। এর আগে গতকাল (১৫ জুন) দেশের কোনো টিভি চ্যানেলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটি দেখতে পারবে তো বাংলাদেশের ক্রিকেটভক্তরা? এ নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘খেলা শুরুর আগ পর্যন্ত যে আশা থাকে, সে আশায় আমরা সবাই বুক বেঁধে আছি। শেষ মুহূর্তে যদি সিদ্ধান্ত হয়ে যায়, তাহলেও কিন্তু টিভিতে আসতে সময় বেশি লাগবে না। সো হোপ ফর দ্যা বেস্ট।’ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই আশায় গুড়েবালি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। বিসিবি চাইলেও কিছু করার নাই জানিয়ে মিডিয়া কমিটির পরিচালক তানভীর টিটু গণমাধ্যমে আরও বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ডের এখানে আনুষ্ঠানিকভাবে করার কিছু থাকে না। আসলে অ্যাওয়ে সিরিজ যেহেতু, এখানে সেই দেশের বোর্ড, সম্প্রচারের মাধ্যম এবং বাংলাদেশের চ্যানেলের মধ্যে সমঝোতা হতে হয়।’ আইসিসির ওটিটি প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে খেলা দেখার জন্য অবশ্য ২ ডলার বাংলাদেশি অর্থমূল্যে প্রায় ২০০ টাকার মতো খরচ করতে হবে যে কাউকে। ICC.tv নামক এই ওয়েবসাইটে ঢুকে সাইন আপ করে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ ডলার খরচ করলে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার খেলাগুলো সরাসরি এবং হাইলাইটসও দেখা যাবে। যদিও বিসিবি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের মানুষ যাতে বিনামূল্যে খেলা দেখতে পারে সে বিষয়ে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ইউটিউব কিংবা বিসিবির ইউটিউবে খেলা দেখানোর সম্ভাবনা রয়েছে। তবে সেটি এখনো নিশ্চিত নয়। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |