সিলেটে বন্যা কেড়ে নিলো ২২ জনের প্রাণ
স্বদেশ ডেস্ক
|
![]() সিলেটে বন্যা কেড়ে নিলো ২২ জনের প্রাণ স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে বন্যায় ২২ জন মারা গেছেন। এদের মধ্যে জৈন্তাপুরে একই পরিবারের মা-ছেলেও আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‘এ পর্যন্ত বন্যায় সিলেট বিভাগে ২০ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে সিলেটে ১২ জন, মৌলভীবাজারে তিনজন ও সুনামগঞ্জে পাঁচজন।' মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মরদেহ ভেসে ওঠেছে। তবে তাৎক্ষণিক এ দুই মৃতের তথ্য অধিদপ্তরে্র কাছে নেই। পরে এ তথ্য যোগ হবে বলে জানিয়েছেন তিনি। এ দুইজন নিয়ে বন্যায় সিলেট বিভাগে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সোমবার (২০ জুন) পর্যন্ত সিলেটের জেলা প্রশাসক একজনের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনজনের ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে স্থানীয় সূত্রে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সত্যতা নিশ্চিত করেনি প্রশাসন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |