পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বিকল্প সড়ক
নিজস্ব প্রতিবেদক
|
![]() প্রতীকী ছবি পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে তিনদিন ঢাকা মহানগরী থেকে মুন্সিগঞ্জের মাওয়াগামী কাভার্ডভ্যান ও ট্রাকগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার সন্ধ্যার দিকে ডিএমপি সদর দফতর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন সকাল থেকে ২৬ জুন সকাল পর্যন্ত পদ্মাসেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ডভ্যান ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এতে আরো বলা হয়, ঢাকা মহানগরী থেকে মুন্সিগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ডভ্যান ও ট্রাকগুলোকে আগামী ২৪ জুন সকাল থেকে ২৬ জুন সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হলো।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |