বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান পরিচয়ে ফেসবুক-ইউটিউবে প্রতারণা
নিজস্ব প্রতিবেদক
|
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান পরিচয়ে ফেসবুক-ইউটিউবে প্রতারণা ফ্লুজি গার্মেন্টস নামের একটি অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দাবি করছেন এই প্রতারক। আর এসব ভুয়া তথ্য দিয়ে বেশ কয়েকটি ফেসবুক আইডি, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, টুইটার ও লিকডইন একাউন্ট খোলা হয়েছে। তার বিরুদ্ধে ভুয়া এই পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণারর অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে আইনি ব্যবস্থা চেয়ে বুধবার রাজধানীর ভাটারা থানায় বসুন্ধরা গ্রুপের তরফে সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিটি করেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইডাব্লিউপিডি'র সিনিয়র অফিসার দেলদার আহমেদ। ওসি বরাবর লেখা ডায়রিতে বলা হয়, "সিয়াম সোবহান সানবীর নামের এক ব্যাক্তি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব-এ বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান পরিচয় দিয়ে একটি অ্যাকাউন্ট খুলেছেন। সেই একাউন্ট ও ফেসবুক পেইজ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পোস্ট দিচ্ছে। যার প্রমাণ সংযুক্তিতে দেয়া হলো। এছাড়া, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়াম্যান আহমেদ আকবর সোবহানকে নিজের পিতা ও আফরোজা সোবহানকে মাতা পরিচয় দিয়ে সিয়াম সোবহান সানবীর জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। সম্প্রতি বিষয়টি আমাদের গোচরীভুত হয়। এমনকি সানবীর নামের লোকটি অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়াচ্ছে বলেও নানা জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |