৯ বছর পর পলাতক আসামি গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি
|
![]() ৯ বছর পর পলাতক আসামি গ্রেফতার ময়মনসিংহের ফুলপুরে সাজাপ্রাপ্ত আসামি সিরাজ আলীকে (৪৫) মঙ্গলবার ( ২১ জুন) রাতে নিজ গ্রাম থেকে গ্রেফতার করেছে ফুলপুর পুলিশ। সে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার চংপলাশিয়া গ্রামের সিরাজ আলীকে ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি মাদক মামলায় দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় ময়মনসিংহের ৪ নং আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কারাদণ্ড দেওয়ার পর থেকেই সে পলাতক ছিলো। দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড নিয়ে ৯ বছর পালিয়ে থাকার পর পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, সিরাজ আলীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার (২২ জুন) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |