লক্ষ্মীপুরে ৩ ইউপি নির্বাচনে আ'লীগের মনোনয়ন
মো. মনির হোসেন, লক্ষ্মীপুর
|
![]() লক্ষ্মীপুরে ৩ ইউপি নির্বাচনে আ'লীগের মনোনয়ন লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সদর উপজেলার দিঘলীতে সালাউদ্দিন চৌধুরী, রামগতির বড়খেরিতে হাসান মাকসুদ ও চর আবদুল্লাহ ইউপিতে কামাল হোসেন মঞ্জুর মনোনয়ন পেয়েছেন। ২৬ জুনসন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয়সূত্রে জানা গেছে, আগামী ২৮ জুলাই দিঘলী, বড়খেরি ও চর আবদুল্লাহ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে দিঘলীতে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হবে। দিঘলী ইউনিয়নে মনোনয়ন পাওয়া সালাউদ্দিন চৌধুরী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি। বড়খেরিতে মনোনয়ন পাওয়া হাসান মাকসুদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আর চর আবদুল্লাহ ইউনিয়নে মনোনয়নপ্রাপ্ত কামাল হোসেন মঞ্জুর ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদরের দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ইসমাইল হোসেন শপথ গ্রহণ করার আগেই গত ১৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়। ২৮ জুলাই সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বদেশ প্রতিদিন/নিশাদ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |