মোহনা নিশাদের ‘তুই তো আমার ছিলি’
বিনোদন প্রতিবেদক
|
![]() মোহনা নিশাদ মেরিডিয়ান চ্যানেল আই-এর রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হিসেবে ২০১১ সালে পথচলা শুরু করেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মোহনা নিশাদ। ২০১২ সালে বেলাল খানের সঙ্গে ‘এক মুঠো স্বপ্ন’ গানটির মাধ্যমে শ্রোতামন জয় করেন তিনি। এবার এই শিল্পী তার নিজের ইউটিউব চ্যানেলে ‘তুই তো আমার ছিলি’ শিরোনামের গান প্রকাশ করেছেন। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামজ। গানের কথা লিখেছেন রিপন মাহমুদ। সুর ও সংগীত করেছেন রোহান রাজ। এ প্রসঙ্গে মোহনা বলেন, ‘আমি গত জুনে আমার ইউটিউব চ্যানেল খুলেছিলাম। এতে প্রথমবারের মতো নিজের গাওয়া গান প্রকাশ করি। এরই মধ্যে বেশ ভালো সারা পাচ্ছি। সব বয়সের সঙ্গীতপ্রেমীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আমি খুশি। সবাইকে মিউজিক ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার পরবর্তী গান ‘বাবা’ আসছে খুব শিগরই। এই গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ, সুর করেছেন রোহান রাজ। আশাকরি এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |