রনির আন্দোলন: সহজের জরিমানা হাইকোর্টে স্থগিত
স্বদেশ ডেস্ক
|
![]() রনির আন্দোলন: সহজের জরিমানা হাইকোর্টে স্থগিত অবহেলার প্রমাণ পাওয়ায় বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির অংশীদার প্রতিষ্ঠান ‘সহজ’কে দুই লাখ টাকা জরিমানা করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে জরিমানার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির লিটনের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজীব উল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। জরিমানার আদেশ স্থগিতের পাশাপাশি রুল জারি করে হাইকোর্ট। রেলের অব্যবস্থাপনার প্রতিবাদে ছয় দফা দাবিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রতিকার চেয়ে সহজ ডটকমের বিরুদ্ধে অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০ জুলাই সকালে রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে সহজকে জরিমানা করা হয়। পরে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘ভোক্তা অধিকার আইন অনুযায়ী ভোক্তার প্রতি সহজের অবহেলা পাওয়া গেছে। সহজের এই অবহেলা প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ ওই জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে গত ২৬ জুলাই হাইকোর্টে রিট করে সহজ ডটকম। রোববার ওই রিটের শুনানি নিয়ে আদেশ দেয় উচ্চ আদালত। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |