ছাত্রলীগের প্রেস রিলিজের কমিটি, ‘বাংলাদেশ’ বানান ভুল!
মো.শাহাদাত হোসেন নিশাদ
|
![]() ছাত্রলীগের প্রেস রিলিজের কমিটি, ‘বাংলাদেশ’ বানান ভুল! পৃথক পৃথক প্রেস রিলিজ দিয়ে তিনটি জেলা ও দুটি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। পাঁচটি প্রেস রিলিজের প্রত্যেকটিতেই ‘বাংলাদেশ’ বানান ভুলভাবে লেখা হয়েছে। রোববার (৩১ জুলাই) রাতে ‘বাংলাদশ’ বানান লেখা ওই পাঁচটি প্রেস রিলিজে লক্ষ্মীপুর জেলা, নরসিংদী জেলা, ঝিনাইদহ জেলা, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটি অনুমোদন দেয়া হয়। সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ওই পাঁচটি প্রেস রিলিজে ‘বাংলাদেশ’ এর পরিবর্তে লেখা হয়েছে ‘বাংলাদশ’। ![]() ছাত্রলীগের প্রেস রিলিজের কমিটি, ‘বাংলাদেশ’ বানান ভুল! তবে ‘বাংলাদশ’ লেখার বিষয়টি ‘টাইপিং মিস্টেক (ছাপাগত ভুল)’ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি। তিনি বলেন, ‘এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। ইচ্ছাকৃত ভুল নয়।’ এমন সংবেদনশীল বিষয়ে ভুল করার বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |