পাংশায় আ’লীগ নেতা ডাঃ শফিউদ্দিনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
একে আজাদ, রাজবাড়ী প্রতিনিধি
|
![]() পাংশায় আ’লীগ নেতা ডাঃ শফিউদ্দিনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো ও দলীয় পতাকা উত্তোলন, শফিউদ্দিন পাতারকৃ প্রতিতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো বেজ ধারণ ও দিনব্যাপী কোরআনখানী হয়। কোরআনখানী শেষে বিকাল ৫ টায় পাংশা পৌরসভা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত-৩৪০ মহিলা আসনের সংসদ সদস্য রাজবাড়ী-৪০ এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ শফিকুল আজম, পাংশা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মন্ডল, সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামসুল আলম মৃধা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর সভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওহাব মণ্ডল। দোয়া পরিচালনা করেন পাংশা শাহজুঁই কামীল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আশারি ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম। স্বদেশপ্রতিদিন/ইমরান
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |