প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫১ পিএম
রাজারহাটে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠন, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সদ্য যোগদানকৃত রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়ের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে নবাগত ইউএনও কাবেরী রায়কে কার্যালয়ে শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পদোন্নতিপ্রাপ্ত ইউএনও নূরে তাসনিম।
এর আগে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন।
সোমবার ও মঙ্গলবার বিকেলে অফিসার্স ক্লাবে পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু, ইয়াছিন বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক তৌহিদুর রহমান ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক জাহানুর আলম সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ঘড়িয়াল ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামানিক, উমর মজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবীর আদিল, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক, চাকিরপশা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, ছিনাই ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল হক নুরু, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, নাজিমখান ইউপি চেয়ারম্যান আবদুল মালেক পাটোয়ারী নয়া, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু আসাদুজ্জামান আসাদসহ রাজারহাট মডেল প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।