বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
সান্তাহারে ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘন্টা পর চলাচল স্বাভাবিক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৩:১৩ পিএম
ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে সাড়ে ৩ ঘন্টা আটকা ছিল ‘চিলাহাটি এক্সপ্রেস’। 

শনিবার (৩০ মার্চ) সকালে পার্বতীপুর লোকশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন নিয়ে আসার পর ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।

ওই ট্রেনের যাত্রী রফিকুল ইসলাম জানান, তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। দুই দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি নীলফামারিতে প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন। পথে এমন ঘটনায় তাকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হাবীবুর রহমান হাবীব জানান, শুক্রবার দিবাগত রাত ২টা ২২মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। মূলত ট্রেনের এক্সেল বক্স (হট এক্সেল) গরম হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। এরপর দিনাজপুরের পার্বতীপুর লোকশেড থেকে অন্য একটি ইঞ্জিন আনার পর শনিবার সকাল ৫টা ৫২মিনিটে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এতে ট্রেনটি প্রায় সাড়ে ৩ ঘন্টা বিলম্বে
গন্তব্যের দিকে ছুটে যায়।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝