প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৮:৫৫ পিএম
ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে দুস্থ-অসহায় পরিবারদের মাঝে প্রতিটি ভিজিএফ কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ শুরু করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে চাল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। উপজেলায় ৪৩০.৬১০ মেট্রিক টন চাল সাত ইউনিয়নে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।
রাজারহাট ইউনিয়ন পরিষদে ভিজিএফ বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য আশরাফ আলী প্রমুখ।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম গণমাধ্যমকে বলেন, ঈদের পূর্বেই প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে।