বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
কারাগারে ছুটি কাটাচ্ছেন ঢাকা জেলা রেজিস্ট্রার!
অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার হলেও নেওয়া হয়নি কোনো বিভাগীয় ব্যবস্থা
আক্তারুজ্জামান রকি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৮:৪৩ পিএম
গত মঙ্গলবার থেকে কারাগারে আছেন ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এক সপ্তাহ কারাগারে থাকলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো বিভাগীয় ব্যবস্থা।

সংস্থাপন মন্ত্রণালয়ের ২১-১১-১৯৭৮ তারিখের স্মারক নম্বর ইডি(রগ-৬)-এস-১২৩/৭৮/১১৫(৫০০) মোতাবেক কোনো সরকারি কর্মচারি গ্রেপ্তারের পর বা আত্মসমর্পণের পর জামিনে মুক্তিলাভ করলেও মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত অবস্থায়ই থাকবেন। কিন্তু অহিদুল ইসলামকে কারাগারে প্রেরণ করার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থ্য গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে দেশব্যাপী সাব-রেজিস্ট্রারদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ঢাকা জেলা রেজিস্ট্রার দায়িত্বে থাকাকালীন সময়ে বেশ কয়েকটি অফিসে বিতর্কিত দলিল সম্পাদন করে ব্যাপক সমালোচনার জন্ম দেন অহিদুল ইসলাম।

জানা যায়, অহিদুল ইসলাম আদালতে যাওয়ার আগে ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নৈমিত্তিক ছুটি নেন। এ সময় জেলা রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন ঢাকা সদর অফিসের সাব-রেজিস্ট্রার নোয়াজ মিয়া। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যথাসময়ে নিয়মিত কর্মকর্তা উপস্থিত না হওয়ায় ৫ মে তিনি আইজিআর উম্মে কুলসুমের নিকট জেলা রেজিস্ট্রারের বিষয়ে চিঠি প্রেরণ করেন বলে স্বদেশ প্রতিদিনকে জানান নোয়াজ। সেই চিঠিতে জেলা রেজিস্ট্রার অনুপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করে তিনি আইজিআরের মতামত চান।

নোয়াজ মিয়ার চিঠির প্রেক্ষিতে একই দিনে মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার জাহিদ হোসেনকে খন্ডকালীণ সাব-রেজিস্ট্রার হিসেবে ঢাকা জেলায় নিয়োগ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ১০.০৫.০০০০.০০১.০৮.০০১.২৪-১০২৮ চিঠির প্রেক্ষিতে নিয়মিত কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার জাহিদ হোসেনকে ‘সুবিধা মত সময়’ নির্ধারণ করে সপ্তাহে দুইদিন নিজ দায়িত্বের অতিরিক্ত জেলা রেজিস্ট্রার ঢাকা হিসেবে খন্ডকালীণ দায়িত্বে নিয়োগ করা হলো।

ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ৬ মে দায়িত্ব পালন করেন জাহিদ হোসেন। সপ্তাহে কোন দুইদিন তিনি ঢাকায় অফিস করবেন এই প্রশ্নের জবাবে তিনি স্বদেশ প্রতিদিনকে জানান, সম্ভাব্য সোমবার ও বৃহস্পতিবার ঢাকায় অফিস করবেন। এ বিষয়ে আইজিআর উম্মে কুলসুমকে ফোন ও হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়ে উত্তর পাওয়া যায়নি।

দুদকের মামলা : ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অহিদুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। আসামির বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য বা ভিত্তিহীন তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মামলাটি তদন্ত করে গত ৯ জানুয়ারি অহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় দুদক। গত ৩০ এপ্রিল মামলার চার্জশিট গ্রহণ শুনানির দিন ধার্য ছিলো। এদিন আসামি অহিদুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

আরও সংবাদ   বিষয়:  রেজিস্ট্রার   দুর্নীতি   দুদক   কারাগার   ঢাকা জেলা রেজিস্ট্রার  







● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝