প্রকাশ: রবিবার, ১২ মে, ২০২৪, ১১:৪৭ AM
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৯ হাজার ১৯০ জন।
রোববার (১২ মে) বেলা ১১টার পর সারাদেশে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে সকাল ১০টার পর গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল, ৪ লাখ ৭ হাজার ৯৬১ জন। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার ৩৭৯ জন পাস করেছে। তাদের মধ্যে ছেলে ১ লাখ ৫৬ হাজার ৩১৮ এবং মেয়ে ১ লাখ ৮৬ হাজার ৬১ জন। ফেল করেছে ৬৫ হাজার ৫৮২ জন।
/এমএ/