প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৩:৪০ পিএম
পিরোজপুরের পৌর এলাকার ভাইজোড়া এলাকায় আগুনে পুড়ে তিনটি বসতবাড়ি ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১৩ মে) দুপুরে পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া এলাকার শেখ বাড়ির কামাল শেখ, জামাল শেখ ও পলাশ শেখের তিনটি বাড়ি এ অগ্নিকান্ডে ভস্মিভূত হয় বলে জানান পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ জামাল শেখ জানান, তার নিজ বাড়িসহ তার ভাই কামাল শেখ ও চাচাতো ভাই পলাশ শেখের বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িতে মহিলারা ছিলো। তারা তিন ভাই নিজ নিজ কাজের জন্য বাড়ির বাহিরে ছিলো। আগুন লাগার খবর পেয়ে এসে তারা দেখতে পায় তাদের ঘরের সকল কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাদের পড়নের কাপড় ছাড়া তাদের কিছু নেই। আগুনে তাদের তিনটি ঘরের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: রেজোয়ান জানান, দুপুরে ১২ টার দিকে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে তারা এসে আগুন নিভাতে কাজ শুরু করে। আগুন নিভানোর আগেই তিনটি বসত ঘর সহ দুই রান্না ঘর পুড়ে যায়। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা তদন্তের পরে জানানো যাবে।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক ৫ হাজার টাকা করে অর্থসহায়তা প্রদান করেন পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক। এছাড়া তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থতে নতুন ঘর নির্মানেও ব্যক্তিগতভাকে সহযোগীতা করবেন।
/এমএ/