প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৬:৪৯ পিএম
সাম্প্রতিক সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আবারও সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গণপূর্ত অধিদপ্তর। বদলি বাণিজ্য, চাকুরির পরীক্ষার ফলাফল শিট নিয়ে ধুম্রজাল ও সর্বশেষ প্রধান প্রকৌশলীর গাড়ি দিয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছে অধিদপ্তরটি।
ধানমন্ডি স্টাফ কোয়ার্টারের গ্যাস লাইনে নিম্নমানের কাজের কারণে গত ১৩ মে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্ত কমিটি না করে বিষয়টিকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানায় কোয়ার্টারের বাসিন্দারা।
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মে রাত আনুমানিক রাত ৭টায় সমিতির পেশাগত বিষয় নিয়ে প্রধান প্রকৌশলী কর্তৃক আহ্বানকৃত ও পূর্বনির্ধারিত আলোচনা সভা সমাপ্ত না করে এবং কোনোরকম সিদ্ধান্ত ব্যতিরেকেই প্রধান প্রকৌশলী সভাস্থল ও অফিসকক্ষ ত্যাগ করেন। পূর্ত ভবনের নিচে দাঁড়িয়ে থাকা সমিতির নেতৃবৃন্দকে দেখেও গাড়ি না থামিয়ে নেতৃবৃন্দের উপর দিয়েই গাড়ি চালিয়ে যান, দ্রুত সরতে গিয়ে সাধারণ সম্পাদকসহ সমিতির একাধিক নেতা গাড়ির ধাক্কায় আহত হন। পরবর্তীতে সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে দ্রুত তাকে বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারগণ পায়ের এক্সরে করে প্লাস্টার করে দেন এবং ১৪ দিন বেড রেস্ট এর পরামর্শ প্রদান করেন।
ঘটনা সূত্রে জানা যায়, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সরকারি গাড়ি দিয়ে চাপাদেয়ার প্রতিবাদে সমিতির ঢাকাস্থ সদস্য প্রকৌশলীগণ জরুরি সাধারণ সভায় মিলিত হয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার জরুরি সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রতিবাদ সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ইচ্ছাকৃত এ হীন হত্যা চেষ্টার বিচার দাবি করা হয় এবং প্রধান প্রকৌশলী শামীম আকতারের অপসারণ দাবি করা হয়।
এ বিষয়ে ডিপ্লোমা প্রকৌশলীগণ সারা দেশে বিভিন্ন কর্মসূচির ডাক দেন। পরবর্তীতে মন্ত্রীর হস্তক্ষেপে তা স্থগিত করেন বলে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সহসভাপতি মিজানুর রহমান স্বদেশ প্রতিদিনকে জানায়।