বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সরকারের রেমিটেন্স গিলে খাচ্ছে হুন্ডি ব্যবসা
লোভ দেখিয়ে প্রবাসীদের নিঃস্ব করাই ওমর ফারুকের কাজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪:৩১ পিএম আপডেট: ১৭.১০.২০২৪ ৪:৪৪ PM
বাংলাদেশি প্রবাসীরা প্রতিনিয়ত বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তবে, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর ফলে সরকার কোটি কোটি টাকা রেমিটেন্স হারাচ্ছে। মালয়েশিয়ায় বসবাসকারী অনেক প্রবাসী এই ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পড়ছে।

মালয়েশিয়া এমনই একটি চক্রের অন্যতম হোতা ও অর্থ পাচারকারী ওমর ফারুক। তার ফাঁদে পড়ে অনেকে কোটি টাকা হারিয়েছেন। 

কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে কাজ করে কয়েকজন বাংলাদেশি প্রবাসী। টাকা বেশি দেওয়ার লোভে প্রবাসীদের কাছ থেকে রিংগিত সংগ্রহ করে নিয়মিত হুন্ডির মাধ্যমে তাদের পরিবারের কাছে টাকা পাঠাত প্রতারক ওমর ফারুক।

ভুক্তভোগীরা ঈদুল আজহায় বেশি লাভের আশায় তারা দুই লাখেরও বেশি মালয়েশিয়ান রিংগিত তুলে দেয় ওমর ফারুকের হাতে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা।

এরপরই ফোন বন্ধ করে পালায় ওমর ফারুক। কয়েক সপ্তাহ কেটে গেলে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কষ্টের টাকা হারিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ভুক্তভোগী জহির।

খোঁজ নিয়ে জানা যায় প্রবাসীদের অর্থ আত্মসাৎ করে ওমর ফারুক শ্বশুরবাড়ি এলাকা এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায় কয়েক বিঘা জমি কিনেছে। বর্তমানে সে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

অভিযোগের সত্যতা জানতে ওমর ফারুকের মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। 

পরে তার বাবা মমতাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ছেলের সাথে ঠিকমতো যোগাযোগ নেই. তাই ছেলের এসব কাজের ব্যাপারে কিছুই জানেন না তিনি।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝