শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ।কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে সরকার এবং ফ্যাসিবাদী দলকে কর্মসূচি পালন করতে না দেওয়ার হুঁশিয়ারিও প্রতিরোধের ডাক বিভিন্ন রাজনৈতিক দল দেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১০নভেম্বর) সকাল থেকে ঢাকা -আরিচা মহাসড়কে সতর্কত অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামীলীগ ও তার গুন্ডা বাহিনী ছাত্রলীগের ত্রাসের রাজ্য প্রতিষ্ঠিত ছিলো অস্ত্রের মহড়া, গুম, খুন ও সন্ত্রাসবাদের উপর। ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে জুলাই মাসে যে গণহত্যা সংঘটিত করেছে সেই রক্তের দাগ এখনো শুকায়নি। বিগত ১৬ বছরের প্রতিটি অরাজকতা, ভোট চুরি, দূর্নীতি ও হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। এই মহুর্তে আওয়ামীলীগের সন্ত্রাসীরা যদি দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করে, দেশকে অস্থিতিশীল করার নূন্যতম চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও তাদের শক্তভাবে প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ় অবস্থান নিশ্চিত করবে এবং সার্বিক কর্মসূচী অব্যাহত রাখবে।
জাবি ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি ফয়সাল হোসেন বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে৷ তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। ৫ই আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের মুক্তিকামী জনতা৷ এই খুনী ফ্যাসিষ্ট হাসিনার দোসরদের কোনো অবস্থাতে অরাজকতার সুযোগ দেয়া হবে না৷ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই স্বৈরাচার শুধু হাসিনার দোসরদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সদা প্রস্তুত। গতকালকের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডেইরিগেটে অবস্থান কর্মসূচি পালন করছি। কোন অবস্থাতেই স্বৈরাচার হাসিনার দোসরদের ধরনের অরাজকতা সৃষ্টি করার কোন সুযোগ দেবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং জাবি ছাত্রদলের সকল নেতাকর্মী সহ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার সকল ধরনের আপতৎপরতা রুখে দিতে প্রস্তুত আছি।
এসময় মুজিব হলের যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, পতিত স্বৈরাচারী সাইকোপ্যাথ হাসিনা এবং এবং তাদের দোসরদের এই বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই, তারা দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের ছাত্র জনতার উপর স্টিমরোলার চালিয়েছে এবং ২৪ এর আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলী বর্ষণ করে গণহত্যা করেছে। এই খুনি হাসিনার দোসরদের যেকোনো মূল্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিহত করা হবে ।
এসময় আরও উপস্থিত ছিলেন- মেহেদী হাসান যুগ্ম আহবায়ক মুজিব হল, কামরুল ইসলাম সোহাগ, ফয়সাল হোসেন,আমির উদ্দিন দেওয়ান, মোঃ জোবায়ের হোসাইন, সাইফ উদ্দিন, হাসান শাহরিয়ার রমিম, রাজুয়ার হোসাইন, কাব্বির, নাজমুস সাকিব,আদনান করিম,সায়েম, আবু বকর সিদ্দিক রাশেদ, আব্দুল্লাহ বাকী অন্তর, মোঃ রাসেল, সুমন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এমআর