বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
ভালুকাবাসীর মুখে মুখে সুরুজ মেম্বারের আনারস বাগান
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৪:৪৩ পিএম
ময়মনসিংহের ভালুকায় আনারস চাষে নতুন নতুন সম্ভাবনা তৈরি করেছেন উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগর নয়াপাড়া গ্রামের সামছুল হক সুরুজ মেম্বার। 

২০২৩ সালে ২৪ বিঘা জমিতে শুরু করেছেন আনারস চাষ। এর আগে ভালুকা উপজেলায় এতো বড় আনারস বাগান করেনি কেউ। এতে ভালুকাবাসীর মুখে মুখে উদ্যোক্তা সামছুল হক সুরুজ মেম্বার। 

তিনি জানান, ২৪ বিঘা জমিতে আনারস চাষ করতে খরচ হয়েছে প্রায় বিশ লক্ষ টাকা। তবে তিনি আশা করছেন এই আনারস বাগান থেকে কোটি টাকা আয় হবে।

এ চাষে লাভের আশা বেশি থাকে কারণ পোকা মাকার আক্রমণ কম হয়, একবার লাগাতে পারলে পরে তেমন কোন খরচ নেই। তবে কীটনাশক  সার বিষ এ গুলোর দাম আরও কম হলে অধিক লাভবান হওয়া যাবে। 

তার এই আনারস বাগান দেখে আনারস চাষে আগ্রহী হচ্ছেন এলাকার বেকার যুব সমাজ। তারা কৃষি অফিসের সহায়তা নিয়ে আনারস চাষ করে বেকারত্ব দূর করতে চান।

শফিউল্লাহ আনসারী বলেন, আমাদের পাশের গ্রামের সামছুল হক সুরুজ মেম্বার কাকা এই বয়সে যে আনারস বাগান করেছেন এটা প্রশংসনীয়  তার এ বাগান  আমাদের দেখে যুব সমাজ আনারস চাষে এগিয়ে আসছে। 

শফিকুল ইসলাম নামের এক কলেজ ছাত্র জানান, আমরা লেখা পড়ার পাশাপাশি আমাদের পতিত উঁচু জায়গায় আনারস চাষ করে সফল হচ্ছি, তবে যদি সঠিক ভাবে আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে যদি প্রশিক্ষণ দেয়া হয়  তাহলে আমরা অধিক লাভবান হবো। 

 উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান  জানান ভালুকা উপজেলায় ১০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। উপজেলার সুরুজ মেম্বারের বাগানটিই সবচেয়ে বড়। আমরা তার বাগান পরিদর্শন করেছি। উপজেলা কৃষি অফিস থেকে তাকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি অফিসের সহায়তা নিয়ে ভালুকা উপজেলায় আনারস চাষের বিপ্লব ঘটাতে চান এই উদ্যোক্তা।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝