প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১:০৬ পিএম আপডেট: ১৯.১১.২০২৪ ২:৪৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে র্যাগিংয়ের শিকার হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থীরা। ২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ক্রমাগত এ নির্যাতনের ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) রাতে হাতেনাতে ধরা পড়ে তারা। অভিযুক্তরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিচয় শেখানোর নামে তাদের সঙ্গে যৌন বিকৃতিমূলক আচরণ করা হয়েছে। এমনকি নীল ছবির বিভিন্ন চরিত্র অনুকরণ করতেও বাধ্য করা হয়। অভিযুক্তরা মানসিক ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাদের অসহনীয় পরিস্থিতিতে ফেলেছিল।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৭ জন এবং ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ১ জন শিক্ষার্থী মিলে এই র্যাগিংয়ের ঘটনা ঘটান বলে জানা গেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শফিউল্লাহ, তরিকুল, মুকুল, সাব্বির, লিমন, শিহান, কান্ত বড়ুয়া, জিহাদ এবং সঞ্চয়।
সোমবার রাতে লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে র্যাগিং চলাকালে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪ জন নবীন শিক্ষার্থীকে নির্যাতনের সময় হাতেনাতে ধরা পড়েন ফিন্যান্স বিভাগের দুই সিনিয়র শিক্ষার্থী এবং ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একজন। তাদের সাথে আগের অভিযোগের ভিত্তিতে আরও দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শাহীনুজ্জামান জানান, একটি মব তৈরি হওয়ার আশঙ্কায় অভিযুক্তদের আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার প্রশাসনের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইবি থানার ওসি জানিয়েছেন, আটককৃতরা বর্তমানে পুলিশি হেফাজতে আছেন। মঙ্গলবার তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর