সোমবার ১০ মার্চ ২০২৫
   
তাইজুলের থ্রোতে রান আউট হজ, খেলায় ফিরল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১২:৫৭ AM
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে মিকাইল লুইয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু হজকে রান আউট করে আবারও খেলায় ফিরেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৬ রান। মিকাইল লুই ৫৪ রান এবং অ্যালিক অ্যাথানাজে ০ রানে ব্যাট করছেন।

শুক্রবার (২২ নভেম্বর) টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকে টাইগার বোলারদের সমীহ করে খেলতে থাকেন ক্যারিবিয়ানরা। এতে প্রথম ১২ ওভারে মাত্র ২৩ রান তুলতে পারে স্বাগতিকরা।

১৪তম ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক মিরাজ। আর তৃতীয় বলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিফোরে ফাঁদে ফেলে দলকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন। ৩৮ বলে মাত্র ৪ রান করেন এই ক্যারিবিয়ান ওপেনার।

এক ওভার পরে আবারও বোলিংয়ে আসেন তাসকিন। এবার এই টাইগার বলে পরাস্ত হয়েছেন কেসি কার্টি। ৮ বলে শূন্য রান করেন তিনি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মিকাইল লুই। ১০৪ বলে ফিফটি তুলে নিয়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন কাভেম হজ।

কিন্তু ইনিংস বড় করতে পারেননি হজ। ৩৮তম ওভারে রান মিরাজের বলে ডাবল নিতে গিয়ে আউটের ফাঁদে পা দেন এই ডান হাতি ব্যাটার। তাইজুলের থ্রোয়িং থেকে হজকে আউট করতে ভুল করেননি লিটন। এতে ৮৪ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝