কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজারে সিমেন্টে বোঝাই ট্রলির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। ২৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রলির চালক কে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- কুরমান মন্ডলের স্ত্রী ছবেলা (৭০) ও নাসিরের স্ত্রী মরিয়ম (৫০)। তাদের বাড়ি উপজেলার কবরবাড়িয়া গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোমিনুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা ভ্যানে করে ইউনিয়ন পরিষদে টিসিবির চাল সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহরের দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় জালাল নামে একজন জানান, মিরপুরে প্রতিদিন বেপরোয়া গতি আর বিকট শব্দে চলাচলকারী অবৈধ ড্রাম ট্রাক ও ট্রলির কারণে ভাঙ্গছে সড়ক, বাড়ছে অনাকাংখিত দুর্ঘটনা। মুলত কৃষিকাজের জন্য ট্রাক্টর ও পাওয়ারটিলার ক্রয় করে প্রভাবশালীদের ছত্রছায়ায় গুটি কয়েক ব্যক্তি অল্প সময়ে অধিক মুনাফার লোভে আঞ্চলিক সড়কে বিভিন্ন ধরনের মাল পরিবহনের ক্ষেত্রে এবং মাটি কাটার ও ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পরে পরিবহনের জন্য এসব টলি (পাওয়ারটিলার থেকে রূপান্তির) ব্যবহার করছে। বালু পরিবহন ছাড়াও ইট ও অবৈধ কাঠ পরিবহনে ব্যবহৃত হচ্ছে। যদিও নেই বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স। অবৈধ টলিলে প্রতি বছর ২/৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এরপরও প্রশাসনের যেন টনক নড়ছে না ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীরা পাখি ভ্যানে করে ইউনিয়ন পরিষদে টিসিবির চাল সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহরের দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম নামে দুজনে মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রলি চালক কাজল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। সেই সাথে ঘাতক টলিটি থানায় জব্দ করে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর