সোমবার ১০ মার্চ ২০২৫
   
সিরিজ সেরা হয়ে যা বললেন তাসকিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১:০১ পিএম
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। কিংস্টনে ১০১ রানের জয়ে সমতা ফিরিয়ে সিরিজ শেষ করেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ সেরার পুরস্কারটাও ভাগাভাগি হয়েছে উইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে। ক্যারিবিয়ান পেসার জেডেন সিলসের সঙ্গে এ যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ।

অ্যান্টিগাতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হারলেও ছন্দে ছিলেন তাসকিন। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৬ উইকেট শিকার করেন বাংলাদেশি পেসার। লাল বলের ক্রিকেটে তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং এটাই। কিংস্টনে নাহিদ রানা ও তাইজুল ইসলামের ছায়ায় থাকলেও দুই ইনিংসে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট।

পুরো সিরিজে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও বাংলাদেশি পেসারই। ১০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সিলসের সঙ্গে সিরিজ সেরার পুরস্কারটা তাই উঠেছে তাসকিনের হাতে। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এ পুরস্কার জিতলেন তাসকিন আহমেদ। স্বাভাবিকভাবে উচ্ছ্বাসের মাত্রাটাও একটু বেশিই। প্রথমবার এমন স্বীকৃতির অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাসকিন জানালেন, আল্লাহ চাইলে ভবিষ্যতে এমন অর্জন আরও আসবে।

হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তাসকিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগান্তিতে পড়ে। আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের মাটিতে পাকদের বিপক্ষে সিরিজ জয়ের পর আমরা কয়েকটি সিরিজ হেরে যাওয়াতে মানসিকভাবে দমে গিয়েছিলাম। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।’

সিরিজ সেরার পুরস্কার প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘দুটি ম্যাচেই আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা আমাকে এই পুরস্কার দিয়েছেন ম্যান অব দা সিরিজ হিসেবে। ইনশাআল্লাহ, ম্যানি মোর টু কাম (আরও অনেক আসবে)।’

প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেকবারই চোটের মুখে পড়েছেন তাসকিন। প্রতিবারই ফিরেছেন আগের চেয়ে শক্তিশালী হয়ে। কিছুদিন আগেও কাঁধের চোট থেকে ফিরেছেন এ পেসার। সে প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘আমি আমার কাঁধের সমস্যা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার অনেক চেষ্টা করছিলাম। এখন আগের চেয়ে ভালো আছে (অবস্থা)। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝