রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
পিঠাপুলি আর নাচে-গানে জবিতে হেমন্ত উৎসব উদযাপন
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ পিএম
বছর ঘুরে আমাদের মাঝে ফিরে আসে হেমন্ত। আবহমান কাল থেকে বাংলায় হেমন্ত নিয়ে আসে উৎসব আর আনন্দধ্বনি। ঘরে ঘরে চলে নতুন ধানের উৎসব। ছেলে বুড়ো, কিশোর কিশোরী, নবীন-প্রবীণ সবার মাঝে দেখা দেয় প্রাণচাঞ্চল্য। কৃষিভিত্তিক বাঙালী সমাজের প্রাচীন উৎসবগুলোর অন্যতম হল এই 'হেমন্ত উৎসব'। তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে পালন করা হয়েছে 'হেমন্ত উৎসব-১৪৩১'।

মঙ্গলবার  (১০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাঙ্গনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে শিক্ষার্থীরা নিজস্ব অঞ্চলের নিজের হাতে বানানো পিঠা ও ঐতিহ্যবাহী মিষ্টান্নের আয়োজন করেন। সারাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ রকমের পিঠা ও মিষ্টান্নের আয়োজন করা হয় উৎসবে । তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আতক্বা পিঠা, খেজুর পিঠা, দুধকদু, দুধপুলি, রসের পিঠা, পেড়া সন্দেশ, ছানামুখী ইত্যাদি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের এসব পিঠা পরিবেশন করা হয়। এই সময় শীতের আমেজে পিঠা উৎসবের সাথে বিভাগটির শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নাচ ও অভিনয়ের মাধ্যমে মাতিয়ে রাখেন পুরো বিভাগ।

এসময় বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, বিভাগের সিগনেচার প্রোগ্রাম এই হেমন্ত উৎসব। প্রত্যেক বছরের ন্যায় শিক্ষার্থীরা এবারো  দারুনভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে। আশা করি আমাদের এ আয়োজন সামনে আরো দারুন ভাবে করতে পারবো।

অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষকসহ বিভাগের শিক্ষার্থীরা ।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝