রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
ভালুকায়
বাড়ির মালিককে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:১৬ পিএম আপডেট: ১৫.১২.২০২৪ ৪:২৭ PM
ময়মনসিংহের ভালুকায় উপজেলার রাংচাপড়া গ্রামে মৃত আবুল হোসেনের ছেলে আশিকুর রহমানের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত বাড়ির মালিককে বেঁধে মারপিট করে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণ অলংকারসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে  নিয়ে যায়। 

আহত বাড়ির মালিক কে এলাকা বাসি  উদ্ধার করে হসপিটালে পাঠায়। খবর পেয়ে এ ঘটনায় থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। 

আহত বাড়ির মালিক আশিকুর রহমান জানান,শনিবার ভোর রাত চারটার দিকে তার বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে দশবার জনের সশস্ত্র ডাকাত দল ভিতরে প্রবেশ করে প্রথমে টাকা পয়সা দাবি করে  না দিলে তাকে বেধে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে এ সময় তার স্ত্রীর ছয় ভরি স্বর্ণের গহনা ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। একই সময় ডাকাতদল নিজ তলার ভাড়াটিয়া শাহাবুদ্দিনের  মাথায় অস্ত্র ঠেকিয়ে তার স্ত্রীর ও মেয়ের গলার চেইন ও ল্যাপটপ নিয়ে যায়।

ইউপি সদস্য শাহাদাত হোসেন মানিক জানান, খবর পেয়ে দেখতে আসছি এ রকম ঘটনা আমাদের এলাকায় ঘটেনি কোন দিন, দোষীদের খুঁজে বের করতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝