প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৩ পিএম
বাংলাদেশের দর্শকদের জন্য আসছে নতুন ধরনের পারিবারিক বিনোদন। বিশ্বের ৭৫টিরও বেশি দেশে জনপ্রিয় হওয়া গেম শো ফ্যামিলি ফিউড এবার প্রথমবারের মতো বাংলাদেশে। শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র প্রযোজনায় এই বহুল প্রত্যাশিত শোটি প্রচারিত হবে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম এবং এনটিভিতে। এই শো-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিশ্বের এক নম্বর মধু ব্র্যান্ড ডাবর হানি।
ডাবর এবং বঙ্গ’র এই যুগান্তকারী অংশীদারিত্বের মাধ্যমে শুরু হচ্ছে ফ্যামিলি ফিউড বাংলাদেশের রোমাঞ্চকর মৌসুম। এখানে থাকবে পারিবারিক বন্ধন, মজার প্রতিযোগিতা এবং একদম ভিন্নধর্মী বিনোদনের সমাহার।
অফিসিয়াল চুক্তিপত্রে সই করেন বঙ্গ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি. আহাদ মোহাম্মদ ভাই এবং ডাবর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. সাব্বির আল হারুন। ৮ ডিসেম্বর থেকে শো-এর শুটিং শুরু হয়েছে। শোটি উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেতা এবং সংগীতশিল্পী তাহসান খান, যিনি দর্শকদের নিয়ে যাবেন এক দারুণ উত্তেজনা, আবেগঘন মুহূর্ত এবং অনন্য প্রতিযোগিতার জগতে।
বঙ্গ-এর চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মামুন আতিক বলেন, ডাবরের সঙ্গে অংশীদারিত্বে আমরা ফ্যামিলি ফিউড বাংলাদেশ নিয়ে আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। এই শো পরিবার, হাসি এবং সম্পর্ক উদযাপন করে, যা আমাদের দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ডাবরকে সঙ্গে নিয়ে আমরা দর্শকদের এক অনন্য বিনোদন অভিজ্ঞতা উপহার দিতে প্রস্তুত।
স্বদেশ প্রতিদিন/এমআর