বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
স্বৈরাচার কোনদিন পুনরুজ্জীবিত হতে পারে না : ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৯:২৫ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক  ও  ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, আলহাজ্ব ড. এম এ কাইয়ুম বলেছেন, স্বৈরাচার কোনদিন পুনরুজ্জীবিত হতে পারে না।  পৃথিবীর কোনদেশে স্বৈরাচার পুনরুজ্জীবিত হওয়ার নজীর নেই। তাই  বাংলাদেশেও হবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মধ্য-বাড্ডায় ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে বাড্ডা রামপুরা বনশ্রীতে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন,  ৫ আগষ্টের পর বিভিন্ন ভাবে বিভিন্ন কথা শুনতে পাই । শেখ হাসিনা আর ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আনবে। পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী শেখ হাসিনাকে ফিরে আনবে। আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বৈরাচার হাসিনাকে ফিরে আনবে। এসব শুনে আমি বলি কী পাগলের সুখ মনে-মনে। আরে এত বলার কি আছে? আসুন । আপনি আসলে লাল গালিচার সংবর্ধনা দিয়ে আন্তর্জাতিক ট্রাবুনাল আদালতে তুলে দেবো।



জুলাই আগষ্টের শহীদদের কথা তুলে ধরে  তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যত্থানে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা বিএনপি নেতাকর্মীরা আজ মুক্তবাতাসে রাজনীতি করতে পেরেছি। কিন্তু জুলাই আগষ্টের আন্দোলনে সারাবাংলাদেশের চেয়ে বেশি শহীদ হয়েছে বাড্ডায়। খোজখবর নিয়ে জেনেছি শুধু বাড্ডাতেই ৬১ জন শহীদ হয়েছেন। এই শহীদ পরিবারদের আমরা এককালীন আর্থিক সহযোগীতা করেছি। অনেক পরিবারের প্রতিমাসেই আর্থিক সহযোগীতা পৌছে দিচ্ছি। তবে, শহীদ পরিবাবের জন্য আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসায় ‘ আমরা বিএনপি পরিবার’ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন রাজনীতি করার সুযোগ এসেছে। কিন্তু মনে রাখতে হবে কোন নব্য বিএনপি তৈরি করা যাবে না। আত্বীয় স্বজন যাইহোক নব্যবিএনপির জায়গা দলের ভিতরে হবে না। এজন্য সবাইকে সর্তক থাকতে হবে। কারণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠিন ও কঠোর নির্দেশ দিয়েছে।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হক সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ জিএম শামসুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, বাড্ডা থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম-আহবায়ক এমদাদুল হক এমদাদ, স্বেচ্ছাসেবক দল নেতা তুষার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ, বাড্ডা-ভাটারা থানা বিএনপি’র নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ৮টি শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং ৫ আহতদের জন্য চিকিৎসা সহায়তা ও হুইলচেয়ার প্রদান করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝