বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
গ্রাহক সেবার মান উন্নয়নে ওজোপাডিকোতে স্থায়ী শ্রমিক নিয়োগের বিকল্প নাই: শফিুল আলম মনা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৪ পিএম
গ্রাহক সেবার মান উন্নয়নে ওজোপাডিকো-তে স্থায়ী ভাবে শ্রমিক নিয়োগের কোন বিকল্প নাই বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং-বি-২১৪০ আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১৬ লক্ষ বিদ্যুৎ গ্রাহককে মাত্র ৪৮৫ জন লাইন ষ্টাফ দিয়ে সেবা প্রদান করা সম্ভব নয়।

প্রধান বক্তার বক্তব্যে খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন কর্মঘন্টার পরে অতিরিক্ত সময় কাজ করানোর জন্য দ্বিগুন হারে ওভার টাইম ভাতা প্রদান সহ শ্রমিকদের সকল ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বিদ্যুৎ শ্রমিকদের প্রিয় নেতা মোঃ মজিবর রহমান-কে অবিলম্বে চাকুরীতে পূণঃ বহালের দাবী জানিয়েছেন।

শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বলেন গত ১৭ বছরে ১ জন হেলপার/লাইনম্যান নিয়োগ দেওয়া হয় নাই, বিভিন্ন ভাবে শ্রমিকদেরকে নির্যাতন করা হয়েছে। তিনি আনসার বাহিনী অপসারন করে নিরাপত্তা প্রহরী পদে পিচরেট কর্মচারীদের নিয়োগ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করণ, অর্গানোগ্রামে পর্যাপ্ত সংখ্যক কারিগরী ও অকারিগরী শ্রমিকের পদ সৃষ্টি, এসবিএ সহ তৃতীয় শ্রেণীর শ্রমিকদের দ্বিতীয় শ্রেণীর পদে পদোন্নতির সুযোগ সৃষ্টি, পোষ্যের চাকুরী, পোষাক পরিচ্ছদের মূল্য বৃদ্ধি, পিডিবি’র ন্যায় বিদ্যুৎ রেয়াত সুবিধা প্রবর্তন, পদোন্নতি, নিয়োগ, বেতন কাঠামো-তে বৈষম্য দূরীকরণ, ব্যবস্থাপনা পরিচালকের ন্যায় অবসরকালীন বয়স সীমা ৬৫ বছর নির্ধারণ, প্রি-পেমেন্ট মিটার প্রকল্প বাতিল করে অর্থ সাশ্রয় এবং অপ্রয়োজনীয় মনপুরা বিদ্যুৎ বিতরণ প্রকল্প বাতিল এবং বিদ্যুৎ খাতের লুটপাট ও দূর্নীতি তদন্তে একটি বিদ্যুৎ কমিশন গঠনের দাবী জানিয়েছেন।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সফল করতে নির্বাচন কমিশন গঠন করা হয়। ইউনিয়নের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক দল, কেন্দ্রীয় নির্বাহী কিমিটির সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, যুব সম্পাদক, মোঃ খোরশেদ আলম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব, শফিকুল ইসলাম শফি প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝