প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪০ পিএম
রায়পুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশে পৌর বিএনপির সদস্য সুলতান আহম্মেদের তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্র চারশত শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) শনিবার পৌর ৩নং হাজী বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় সুলতান আহমেদ বলেন ৩ নং ওয়ার্ডে কোনো সন্ত্রাস, চাঁদাবাজদের ঠাঁই নাই। জননেতা আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশ আমাদের দলে কোনো মাদক, সন্ত্রাসের জায়গা নাই। যেখানেই চাঁদাবাজ হবে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমরা জিরো টলারেন্স।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পৌর বিএনপির সদস্য আবুল কালাম, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, পৌর মহিলা বিএনপির সদস্য সচিব নাদিয়া নাসরিন, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন সাথী, মহিলা দলের সহ-সভাপতি সুমি আক্তার, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, যুবদলের সাধারণ সম্পাদক জামাল,শামীম পাটোয়ারী,রাজু আহম্মেদসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া কামনা করে সমাজের অসহায় মানুষের মাঝে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমআর