বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
৩১ দফা রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি: ব্যারিস্টার মানিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে তৃণমূলে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। এটি বাস্তবায়ন হলে মানুষ তার কথা বলার ও ভোটের অধিকার ফিরে পাবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশের সন্ত্রাস নৈরাজ্য থাকবে না। মানুষের মুখে হাসি ফুটবে। এই ৩১ দফায় মাটি ও মানুষের কথা তুলে ধরেছেন তারেক রহমান। সাধারণ মানুষের কাছে তারেক রহমানের এই বার্তা পৌঁছে দিতেই তিনি গ্রামে ছুঁটে এসেছেন। 

ফ্যাসিস্ট শেখ হাসিনা হাজারো চেষ্টা করে বিএনপির নেতাকর্মীদের মনোবল ভাঙতে পারেনি বলে মন্তব্য করে এ সময় তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সঠিক নেতৃত্বে বিএনপি এখন অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।  

লিফলেট বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিন, যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদ হাসান রিপন, বর্তমান আহবায়ক সজল আহমেদ, সদস্য সচিব রফিকুজ্জামান লিটনসহ শতাধিক নেতাকর্মী। 

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝