বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
স্বদেশ অনলাইন
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৭ পিএম
দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। শীতকালে বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে এই শহরের বাতাস। সবশেষ আপডেট অনুযায়ী, বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় রোববার (২ ফেব্রুয়ারি) প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের (একিউআই) বাতাসের মান সূচকে রাজধানী ঢাকার স্কোর ৩৩৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। পরের স্থানে থাকা দিল্লির থেকে ১৩১ পয়েন্টে এগিয়ে ঢাকা।

দ্বিতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ২০৫, সেখানকার বাতাস নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমারের শহর ইয়াংগোন, তাদের স্কোর ১৯৬। আইকিউএয়ার’র ভাষ্য অনুযায়ী সেখানকার বাতাস বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে ‘বিশুদ্ধ বাতাস’ ধরা হয়। ৫১-১০০ হলে তা ‘সহনীয়’। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস বসবাসকারীদের জন্য ‘ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ’।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝