বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
সিলেটে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
সিলেট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫১ পিএম
সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল এএসপি আশরাফুজ্জামান।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমইল্লা গ্রামের প্রাইভেটকারচালক সুহেল (৪০) , শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। আরেকজনের নাম এখনও জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে উনিশ মাইল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেওয়ার পর আরও ৩ জন মারা যান।

এ বিষয়ে এএসপি আশরাফুজ্জামান বলেন, ‘ওসমানীনগরের উনিশ মাইল এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন মারা গেছেন। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝