বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
কবিতা যখন গণতন্ত্রের পথপ্রদর্শক
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৯ পিএম
স্বৈরশাসক এরশাদকে হটাতে ১৯৮৭ সালে দেশের কিছু খ্যাতিমান কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব মিলে গড়ে তোলেন "জাতীয় কবিতা পরিষদ"।

এরশাদ সরকারের পতনের বিজয় উদযাপন করতে কবিতা পরিষদের উদ্যোগে তৎকালীন সময়ে প্রথমবারের মতো 'জাতীয় কবিতা উৎসব' আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে দুইদিন অনুষ্ঠিত হচ্ছে "জাতীয় কবিতা উৎসব ২০২৫"।

২ দিনব্যাপী আয়োজিত এই কবিতা উৎসবের উদ্বোধন হয় ১ ফেব্রুয়ারি শনিবার। উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। 

এবারের কবিতা উৎসবের স্লোগান " স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা"

অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহন রায়হান। 

গতকাল সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ৪০০ কবির কবিতা ও গানে মুখরিত ছিল উৎসব প্রাঙ্গন। আজকেও তেমনটাই প্রত্যাশা তাঁদের। 

নিবন্ধন ফি ছাড়াই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকায় এবারের উৎসব আগের সকল সময়ের থেকে বেশি স্বতঃস্ফূর্ত ও অংশগ্রহণমূলক বলে অভিমত অনুষ্ঠানের আয়োজকদের।

বিভিন্ন ধরনের ঘৃণ্য কাজকর্ম করে যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদেরকে সমূলে উৎপাটন করতে কবিতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান কবিতা উৎসবে অংশগ্রহণকারী কবিগণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝