বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৬ পিএম
তুরাগ নদীর পারে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে নজমের জামাতের সাথিদের সঙ্গে বয়ান করছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। দ্বিতীয় পর্বে দেশের ২২ জেলার মুসল্লিদের পাশাপাশি অংশ নেন ঢাকার  মুসল্লিরাও।

এ দিকে ইজতেমায় মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘বাদ ফজর আম বয়ানের কথা থাকলেও পরে তা শূরার মাধ্যমে শুরু করে সূচি পরিবর্তন করা হয়েছে। তাই সকাল ১০টায় নজমের জামায়াতের সাথীদের উদ্দেশ্যে বয়ান হয়েছে। বয়ান করেছেন ভারতের মাওলানা আহমদ হোসাইন। জোহরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, আসরের নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘এবার ইজতেমায় পোশাকধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য মোতায়েন রয়েছেন। ময়দান এলাকায় র‌্যাবের হেলিকপ্টার টহল ছাড়াও বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড থাকবে। সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা সদস্য রেখেছি। এ ছাড়া ১৬টি ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার দিয়ে পুরো মাঠ দেখা হচ্ছে। ১৫টি সাব কন্ট্রোল কক্ষ স্থাপন করা হয়েছে, সাব কন্ট্রোল কক্ষে যেকোনো রিপোর্ট করলে দ্রুত ব্যবস্থা নিতে র্সবদা প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘পুরো মাঠ ৩৩৫টি সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে, ৩৫টি রুফটফ, স্থির ব্রিগেড ৫৩টি, ২০টি মোবাইল পার্টি সার্বক্ষণিক ডিউটিতে থাকছে, ২০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে যেন কোনো দুষ্কৃতকারী ময়দানে প্রবেশ করতে না পারে।’

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষ হয়। এ ছাড়া সোমবার থেকে শুরু হওয়া সুরায়ে নিজামের বিশ্ব ইজতেমা আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

পরবর্তীতে আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এই পর্বের ইজতেমা শেষ হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝