বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
   
লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় দুইজন গুলিবিদ্ধসহ আহত ৪ সাংবাদিক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৭ পিএম
সন্ত্রাসীদের গুলিবর্ষণ আর বাঁশের লাঠির আঘাতে মাথা থেতলিয়ে দিয়েছে  সিনিয়র সাংবাদিক এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ আলাউদ্দিন, সাংবাদিক ফয়সাল মাহমুদ ও সাংবাদিক নিরব।  এদের মধ্যে  সাংবাদিক আলাউদ্দিন ও  ফয়সাল মাহমুদ  গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ছেন । অপরদিকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সাংবাদিক রফিকুল ইসলামকে। তাকে প্রচন্ড ভাবে আঘাত করে মাথা থেতলিয়ে দিয়েছে সন্ত্রাসী দল।  

৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে ঘটনা টি ঘটেছে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে।  

আহত সাংবাদিকগন জানান, দত্তপাড়া ইউনিয়নের গনেষশ্যামপুর গ্রামের সাদ্দাম নামের জৈনক ব্যাক্তি রফিকের মুঠোফোনে জানায়,  একদল সন্ত্রাসী  তাদের বাড়িতে হামলা করে তাদের  জায়গা জমি দখল করে নিচ্ছে।  তখন রফিক অন্য তিন জন সাংবাদিক কে সাথে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে  দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ডান পাশে মাটির রাস্তায় ১০ -১২ জনের  মুখোশ ও হেলমেট পরা এক দল সন্ত্রাসী  তাদের পথ গতিরোধ করে এবং বলে যাদের জমি তারা পুনরুদ্ধার করিতেছে আপনারা সেখানে যাবেন না।  তখন সাংবাদিকগন বলেন - আমরা যেহেতু এসেছি  ঘটনাস্থলে গিয়ে দেখি । একথা বলার পর সন্ত্রাসীরা তাদের উপর আগ্নেয় অস্ত্র ও  দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তারা মারাত্মক ভাবে আহত হয়ে পড়েন।  পরবর্তীতে স্থানীয় লোকজন এবং  পুলিশের সহযোগিতায় তারা সদর হাসপাতালে ভর্তি হন। 

এ প্রসঙ্গে  লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বলেন,  আমরা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং  যারা এ হামলার সাথে জড়িত  তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাই । অন্যথায় আমরা প্রেসক্লাবের পক্ষ হতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

 লক্ষ্মীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন বলেন, আমরা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়।  আমরা  লক্ষ্মীপুরে দায়িত্ব প্রাপ্ত আর্মি অফিসার এবং প্রশাসন কে অনুরোধ করছি  সন্ত্রাসীদের৷ বিরুদ্ধে  দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে । 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ বলেন,  দত্তপাড়া এলাকার  সন্ত্রাসী হামলায় সদর সার্কেল এসপি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছ । 

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝