প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৩ AM
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। নিখোঁজের ১২ বছর পরও তাদের খোঁজ না মেলায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন। এতে দুই বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে করে ফেরার পথে সাভারের নবীনগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একদল লোক ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ। তাদের পরিবার ও বন্ধুরা দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিগত ১২ বছরে কোনো সরকার তাদের ফেরাতে কার্যকর ব্যবস্থা নেয়নি। সরকার পরিবর্তনের পর গুম হওয়া অনেকেই ফিরে এলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থীর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুই শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তারা নিখোঁজ হয়েছেন, তা খুঁজে বের করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত তদন্ত কমিটি গঠন করে এর সুষ্ঠু সমাধানের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিগত ১৫ বছরে গুম হওয়া সব ব্যক্তির বিষয়ে বর্তমান সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
স্বদেশ প্রতিদিন/এমআর