সোমবার ১০ মার্চ ২০২৫
   
ট্রফি উদযাপনে বরিশাল যাবেন তামিমরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৭ AM
বিপিএলে টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গত আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন তোলা তামিমরা কাপ নিয়ে বরিশাল শহরে গিয়ে উদযাপন করার কথা থাকলেও পরে তা হয়ে ওঠেনি। তবে এবার আর সমর্থকদের হতাশ করতে চান না ফ্র্যাঞ্চাইজিটি। আগামীকাল রবিবার বিপিএলের ট্রফি নিয়ে বরিশাল যাবেন তারা।

চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল। জয়ের পর দলটির অধিনায়ক তামিম ইকবাল ট্রফি উদযাপনে বরিশাল যাওয়ার কথা  বলেন। তিনি বলেন, ‘গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এইবার আমরা ঠিক করেছি, বরিশাল যাব।

আমরা ৯ তারিখ আসছি বরিশালে। সবাইকে অনুরোধ করব ৯ তারিখ শিরোপা উদযাপন করতে।’

ট্রফি জিতে অধিনায়ক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের কর্ণধার মিজানুর রহমানকে, ‘অবিশ্বাস্য (আবার জেতা)। আমি মালিককে ধন্যবাদ দেব।

উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’

মাঠের খেলায় টুর্নামেন্টজুড়ে দাপট দেখিয়েছে দলটি।
মাঠের বাইরে অন্য অনেক দলে পারিশ্রমিক ইস্যুতে নানা বিতর্ক হলেও বরিশাল এদিক থেকে ছিল ব্যতিক্রম। তুলনামূলক পেশাদারির ছাপ দেখা গেছে দলটির ভেতর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝