বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
   
অভ্যুত্থানের বড় প্রাপ্তি হচ্ছে গুমের শিকার মানুষদের মুক্তি: উপদেষ্টা মাহফুজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৪ AM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে ছয় উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। তাদের মধ্যে ছিলেন উপদেষ্টা মাহফুজ আলমও। এ সময় রাজধানীর তিনটি এলাকায় র‌্যাব এবং ডিজিএফআইয়ের অধীনে পরিচালিত গুমের শিকারদের নির্যাতনের স্থান ‘আয়নাঘর’ পরিদর্শন করেন তারা। পরিদর্শনের সময় তাদের সঙ্গে কিছু গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ বিষয়ে মন্তব্য করেছেন, যেখানে তিনি অত্যন্ত গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেন, “নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর ‘আয়নাঘর’। তিন ফুট বাই এক ফুটের সেল। সেখানে দুই বিঘত জায়গায় টয়লেট রয়েছে এবং বাকি দুই ফুটে হাঁটু মুড়ে বসে থাকার মতো মাত্র একটি জায়গা রয়েছে। এটি সম্পূর্ণ অমানবিক।”

উপদেষ্টা পোস্টে জানান, “আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর মধ্যে একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। আমরা বাংলাদেশে এমন কোনো মানবতাবিরোধী ঘটনা আর কখনও দেখতে চাই না, এবং এজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও লেখেন, “সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় আমরা গুম কমিশন গঠন করি, যারা দিনে-রাতে কাজ করে গুমের শিকারদের নির্যাতনের বিবরণ এবং নৃশংসতার প্রমাণ সংগ্রহ করেছেন। ২১ দিনের মাথায় আমরা আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করি। আজ, মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখতে পাবে হাসিনার শাসনামলে সংঘটিত কিছু নৃশংসতার নমুনা, যা দেশের বিভিন্ন প্রান্তে আরও অনেক জায়গায় ছড়িয়ে আছে।”

এছাড়া, উপদেষ্টা মাহফুজ আলম জানান, গুম কমিশন গত ছয় মাস ধরে গুমের শিকারদের সাক্ষ্য সংগ্রহ এবং তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তারা গুমের স্থান, কাল, এবং ঘটনার সত্যতা নিরূপণ করেছেন। এ প্রক্রিয়ার ফলস্বরূপ, আইসিটি ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে, এবং বিচার কার্যক্রমও শুরু হয়েছে। তিনি বলেন, “গুমের শিকার প্রতিটি মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের গণঅভ্যুত্থান সরকারের অঙ্গীকার।”

এখন, গুম কমিশনকে সহায়তা দেওয়া এবং এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, সরকার দৃঢ়ভাবে গুম ও নির্যাতনের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় করছে। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সরকার মানবাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং গুমের শিকার মানুষের পুনর্বাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝