রবিবার ৯ মার্চ ২০২৫
   
পোশাক খাতে সার্কুলার ইকোনমির বিকাশ জরুরি: অধ্যাপক রানা
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১২ AM
দেশের বিকাশমান পোশাক শিল্পের জন্য পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ও দূষণ রোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের যুগে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় পরিবেশ ও জলবায়ুর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দূষণকারী পোশাক খাত থেকে ২০ শতাংশ বর্জ্য এবং ১০ শতাংশ কার্বন নিঃসরণ হয়।  এমন পরিস্থিতিতে পোশাক খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির বিকাশ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন অধ্যাপক মোহাম্মদ বখতিয়ার রানা।

তিনি বলেন, ইতিমধ্যে চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া তাদের অর্থনীতিকে সার্কুলার ইকোনমিতে রূপান্তরের কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে এই উদ্যোগ নেওয়া প্রয়োজন। 

বৃহস্পতিবার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালায় ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির প্রফেসর ও প্রজেক্ট লিডার ড. মোহাম্মদ বখতিয়ার রানা এসব কথা বলেন। 

'সার্কুলার ইকোনমি ইন বাংলাদেশ'স অ্যাপারেল ইন্ডাস্ট্রি (ক্রিয়েট) শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পটি পোশাক খাতে সার্কুলার ইকোনমির জন্য সরকারের পলিসি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। 

গার্মেন্টসের ওপর 'ক্রিয়েট' গবেষণা প্রকল্পটি যৌথভাবে ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটি ও বাংলাদেশের আহছানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাজ করছে। কর্মশালায় বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ডানিডা ফেলোশিপ সেন্টার, কোপেনহেগেন বিজনেস স্কুল, ড্যানিশ ফ্যাশন এন্ড টেক্সটাইল, গ্লোবাল ফ্যাশন এজেন্ডা, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিবস, এসওএমএস ইউনিভার্সিট অফ লন্ডন, ম্যানচেস্টার ফ্যাশন ইনস্টিটিউট, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সি গাসিটি, এক্সেস টু ইনোভেশনসহ পোশাকখাতের বিভিন্ন অংশীজনরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আহছানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক, প্রজেক্ট কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুহা. আমানুল্লাহ, ডেপুটি কো-অর্ডিনেটর অধ্যাপক এস. এম. সফিউল আলম। সিনিয়র রিসার্চ ফেলো ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। 

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝