সোমবার ১০ মার্চ ২০২৫
   
বাংলাদেশে 'ডিপ স্টেট' এর ভূমিকা অস্বীকার করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৩ AM
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে মার্কিন ‘ডিপ স্টেটের’ জড়িত থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই অস্বীকার করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প জানান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই এবং ‘ডিপ স্টেট’ এর কোনও ভূমিকা ছিল না।

প্রসঙ্গত, ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনও ভূমিকা ছিল না।” তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উত্তর দিতে তিনি মোদির ওপরেই দায়িত্ব ছেড়ে দেন।

এ সময় মোদি ট্রাম্পের বক্তব্যের পর কোনো মন্তব্য করেননি, বরং ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, “যুদ্ধের সমাধানে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আমি সমর্থন জানাই। তবে, আমি স্পষ্ট করতে চাই, ভারতের ভূমিকা কখনোই নিরপেক্ষ ছিল না; আমরা সবসময়ই শান্তির পক্ষে ছিলাম।” মোদি বলেন, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার সময় বলেছিলেন, “এটা যুদ্ধের সময় নয়; আমরা সবসময়ই শান্তি প্রতিষ্ঠার পক্ষে।”

এদিকে, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, “মোদি একজন মহা নেতা। আমরা দুই দেশের জন্য অসামান্য বাণিজ্য চুক্তি তৈরি করব।” তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি তার সাথে একটি বিশেষ সম্পর্ক তৈরি করেছেন এবং মোদিকে ‘দর-কষাকষিতে অপ্রত্যাশিত পর্যায়ের পারদর্শী’ নেতা বলে অভিহিত করেন।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং বাণিজ্য নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দুই নেতা। ট্রাম্প জানিয়েছেন, তিনি ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর জন্য একযোগভাবে কাজ করার বিষয়ে অঙ্গীকার করেছেন।

এছাড়া, বৈঠকের সময় মোদি তার দেশের উন্নয়নের জন্য ট্রাম্পের শ্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ এর মতো ‘মেইক ইন্ডিয়া গ্রেট এগেইন’ শ্লোগানের প্রতি নিজের বিশ্বাসের কথা জানান। তিনি বলেন, ভারতও এই ধারণায় বিশ্বাসী এবং দেশটির উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন।

এভাবে, উভয় নেতা তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের দিকে আরও একটি নতুন ধাপ নিয়ে এগিয়ে গেছেন, যেখানে বাণিজ্য, শুল্ক, অভিবাসন, প্রতিরক্ষা এবং প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও দৃঢ় করার আশা প্রকাশ করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝