সোমবার ১০ মার্চ ২০২৫
   
রমজান উপলক্ষে চাল বিতরণ করবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪০ AM
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, আসন্ন রমজান মাস সামনে রেখে মার্চ ও এপ্রিল মাসে মোট তিন লাখ টন চাল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই চাল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেয়া হবে এবং প্রতিটি মাসে দেড় লাখ টন করে চাল বিতরণ করা হবে। এছাড়া ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার।

সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা বলেন, রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য সুলভ মূল্যে এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে বিতরণ করা হবে এবং এটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

আলী ইমাম মজুমদার আরও বলেন, টিসিবির মাধ্যমে দুই মাসে আরও এক লাখ টন চাল বিতরণ করা হবে যা ওএমএসের মাধ্যমে চালানো হবে। ঈদের সময় এক কোটি পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেয়া হবে। এসব কার্যক্রম বাজারে চালের দাম নিয়ন্ত্রণে বড় সহায়ক ভূমিকা রাখবে।

তিনি জানান, এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হবে তবে এর প্রধান তদারকি করবেন ডিসিরা। বিশেষ করে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় তদারকি আরও নিবিড়ভাবে করা হবে। ঢাকার সংশ্লিষ্টদের কঠোরভাবে তদারকি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া, ঢাকা বিভাগের কমিশনারের সঙ্গে মিটিং করে ১২২টি বিক্রয় কেন্দ্র এবং ৭০টি ট্রাকসেল সঠিকভাবে তদারকি করার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট দিয়ে এসব বিক্রয় কেন্দ্রের তদারকি করা হবে বলে জানান তিনি।

এ সময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝