সোমবার ১০ মার্চ ২০২৫
   
মেঘনায় বৈষম্যবিরোধীদের কমিটি থেকে তামিমের পদত্যাগের ঘোষণা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৫ পিএম আপডেট: ২২.০২.২০২৫ ৯:৪২ PM
কুমিল্লামেঘনা উপজেলার তরুণ ছাত্রনেতা তামিম গাজী 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।  তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।

তামিম গাজী তার পোস্টে উল্লেখ করেন, "কীভাবে বা কোন প্রক্রিয়ায় আমার নাম এই কমিটিতে যুক্ত হয়েছে, সে সম্পর্কে আমি সম্পূর্ণ অনবগত।" তিনি জানান, সংগঠনটির মূলনীতি ও আদর্শের প্রতি তার সমর্থন থাকলেও, এটি রাজনৈতিক সংগঠনে পরিণত হওয়ায় তিনি এর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না। পাশাপাশি ভবিষ্যতেও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার প্রতিশ্রুতি দেন।

তামিম গাজী তার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে বলেন, "সত্যপ্রেম ও মানবতার সেবায় পথ-পদবির প্রয়োজন হয় না। আমি দেশ ও মানুষের কল্যাণে সবসময় প্রস্তুত।"

এ বিষয়ে ছাত্র মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তামিম গাজীর পদত্যাগ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল, তবে সাম্প্রতিক সময়ে সংগঠনটির রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তামিম গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি। তাছাড়া সংগঠনটির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

আরও সংবাদ   বিষয়:  তরুণ ছাত্রনেতা   তামিম গাজী   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   সামাজিক যোগাযোগমাধ্যম   মেঘনা উপজেলা  







● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝