বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটনে আমেরিকান ডিএনএ সংস্থা নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৭ পিএম

আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে নতুন মাত্রা যোগ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তথ্য দিয়েছেন মামলার আইনজীবী মো. শিশির মনির। 

তিনি জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সমন্বয়ে একটি ৫ সদস্যবিশিষ্ট যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর পাশাপাশি হত্যার ঘটনার আলামতগুলি নষ্ট হওয়ায় সরকারের পক্ষ থেকে আমেরিকান একটি ডিএনএ সংস্থাকে বিষয়টি নিয়ে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

শিশির মনির বলেন, "তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে আমার মিটিং হয়েছে তারা তদন্তে কিছু অগ্রগতি দেখিয়েছেন। জেলে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়েছে এবং সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ টেলিভিশনে কাজ করা ব্যক্তিদেরও জবানবন্দি নেওয়া হয়েছে। ফলে এই বিষয়ে তদন্ত সন্তোষজনক হবে।"

তিনি আরও জানান, ২০১২ সালের এই হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত ১৩ বছর পেরিয়ে গেছে। তবে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে গেছে, তাই সরকার অতিরিক্ত সহায়তার জন্য আমেরিকান ডিএনএ সংস্থাকে নিয়োগ দিয়েছে যাতে তদন্তের গতি আরও ত্বরান্বিত হয়।

আইনজীবী শিশির মনির বলেন, হাইকোর্টের নির্দেশে আগামী ৪ এপ্রিল আদালতে এই তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে, শনিবার (২২ ফেব্রুয়ারি) শাল্লা উপজেলায় দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের মেধাবৃত্তি ও হুইল চেয়ারের বিতরণ অনুষ্ঠানে আইনজীবী এসব তথ্য প্রদান করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব জমসেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা সঞ্চিত কুমার চন্দ্র, সিনিয়র আইনজীবী মো. শামস উদ্দিন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, এবং শাল্লা উপজেলা জামায়াতে ইসলামের আমির নূরে আলম সিদ্দিকি।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝