মঙ্গলবার ৪ মার্চ ২০২৫
   
বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, গুরুতর অভিযোগ কামিন্সের
ক্রীড়া প্রতিেবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৯ AM
রাজনৈতিক বৈরিতায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠায়নি ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্ট। এই মডেল অনুযায়ী ভারত নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে, বাকিরা পাকিস্তানে। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

কামিন্সের ধারণা ভারত এমনিতেই শক্তিশালী দল এবার এক ভেন্যুতে খেলার কারণে ভারতের সুবিধা বৃদ্ধি হয়েছে। অবশ্য তার দাবি খুব একটা ভুল নয়। কারণ প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে রোহিতের দল। সেই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ইয়াহু অস্ট্রেলিয়াকে ৩১ বছর বয়সী কামিন্স বলেছেন, ‘টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে, এটা ভালো ব্যাপার। কিন্তু ভারত একই মাঠে সব ম্যাচ খেলায় স্পষ্টতই বিশাল সুবিধা পাচ্ছে। তারা এমনিতেই খুব শক্তিশালী দল, তার ওপর এক ভেন্যুতেই সব ম্যাচ খেলে বাড়তি সুবিধা নিচ্ছে।’

কামিন্স আরও যোগ করেন, ‘বাড়িতে দারুণ সময় কাটছে, সবকিছু ঠিকঠাক চলছে এবং পুনর্বাসনে অ্যাঙ্কেলের পরিচর্যাও ভালোভাবে চলছে। এ সপ্তাতেই আমি দৌড়ানো এবং বোলিং শুরু করব। আগামী মাসে আইপিএল আছে, এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফর। সামনে অনেক কিছু অপেক্ষা করছে।’

অবাক করার মতো বিষয় হলো গ্রুপপর্বের মতো সেমিফাইনালেও ভারতের প্রতিপক্ষকে দুবাইয়ে যেতে হবে। এমনকি রোহিত–কোহলিরা ফাইনালে উঠলেও লাহোরের পরিবর্তে দুবাইয়ে খেলা হবে। তাতে কন্ডিশনের সঙ্গে দারুণভাবেই মানিয়ে নিচ্ছে তারা। একই সঙ্গে নেই কোনো ভ্রমণ ক্লান্তি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝