
ভোলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুলের খেলার মাঠে ভোলা খেলার মাঠ রক্ষা স্বার্থ কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্কুলের শিক্ষার্থী, খেলোয়াড়, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, "ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল কম্পাউন্ডে পর্যাপ্ত জায়গা থাকার পরেও, শিক্ষা অধিদফতর কেন খেলার মাঠে ভবন নির্মাণের পরিকল্পনা করছে তা অগ্রহণযোগ্য। এর ফলে মাঠটি সংকুচিত হয়ে যাবে এবং এখানকার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যারা নিয়মিত শারীরিক ব্যায়াম ও খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকতে চায়, তাদের জন্য সুযোগ সংকুচিত হয়ে পড়বে।" বক্তারা একে খেলার মাঠ হত্যার নাম দিয়ে বলেন, "শিশু-কিশোরদের সুস্থ জীবন গড়ার সুযোগ যাতে সংকুচিত না হয়, সেজন্য খেলার মাঠ রক্ষা করা জরুরি।"
মানববন্ধনে বক্তারা আরো বলেন, "যদি খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধ না করা হয়, তবে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।"
এ সময় সাবেক শিক্ষার্থী কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রিকেট কোচ নজরুল হুদা গোফরান, জাহিদ হাসান আলমাস, আলমগীর, জাফর, রহমান, নিয়াজ মোর্শেদ, মেহেদী হাসান, জাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মাস্টারপ্ল্যান ব্যতীত সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান।
এ সময় উপস্থিত সাবেক খেলোয়াড়রা বলেন, "ভোলাতে তেমন কোনো খেলার মাঠ না থাকায় আমরা সবাই এই মাঠে খেলাধুলা করি। এখানে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, সভা, সেমিনার আয়োজন করা হয়। যদি এই মাঠটি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের খেলার জায়গা থাকবে না।"
তারা আরও বলেন, "ভোলা পৌরসভায় প্রায় ৫০ হাজার বাসিন্দা এই মাঠটি খেলাধুলা, জানাজা এবং ধর্মীয় কাজে ব্যবহার করেন। তাই মাঠটি রক্ষা করার জন্য সংশ্লিষ্ট সব মহলের কাছে আমাদের জোর দাবি।"
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া সকলেই খেলার মাঠটি রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবন নির্মাণ বন্ধের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
স্বদেশ প্রতিদিন/এমআর